
দক্ষিণ দিনাজপুর: পূজোর পরে অফিস খুলতেই কাজে আসতে বারণ বালুরঘাটের সেচ দপ্তরের ২২ জন অস্থায়ী কর্মীকে। ঘটনার প্রতিবাদ জানিয়ে অফিস চত্বরেই অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সংকেত ক্লাব পাড়া এলাকায় অবস্থিত এগ্রি মেকানিক্যাল দপ্তরের বালুরঘাট ডিভিশনের কার্যনির্বাহী ইঞ্জিনিয়ারের অফিসের। সূত্র মারফৎ খবর বেশ কয়েক বছর ধরে প্রয়োজনের তুলনায় অনেক কম স্থায়ী কর্মীদের দ্বারা পরিচালিত হয়ে আসছিল বালুরঘাটের এগ্রি মেকানিক্যাল দপ্তরের বালুরঘাট ডিভিশনের কার্যনির্বাহী ইঞ্জিনিয়ারের অফিস। ঐ অফিসেই অস্থায়ী কর্মী হিসাবে বছরের পর বছর ধরে কাজ করে আসছিলেন ৩০ জন কর্মী। কিন্তু পূজোর ছুটির একদিন আগে ৮ জন অস্থায়ী কর্মীকে ছাটাই করে কর্তৃপক্ষ বলে খবর। এরপর পূজোর মধ্যেই মৌখিকভাবে বাকি ২২ জন অস্থায়ী কর্মীদের অফিসে কাজে আসতে বারণ করে দেয় কর্তৃপক্ষ বলে অভিযোগ। উৎসবের মরশুমে কাজ হারানোর মৌখিক নির্দেশে কার্যত আকাশ ভেঙ্গে পড়ে কর্মহারা অস্থায়ী কর্মীদের পরিবারগুলির মাথায়। এরপর পূজোর ছুটির পর বুধবার অফিস খুলতেই কর্মহারা অস্থায়ী কর্মীরা পরিবার সদস্যদের নিয়ে উপস্থিত হন অফিস চত্বরে। কর্মী ছাটাইয়ের প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। ছাটাই হওয়া অস্থায়ী কর্মীদের বক্তব্য তাদের ৬০ বছর বয়স না হলেও তাদেরকে অন্যায়ভাবে ছাটাই করা হয়েছে। তাদের দাবী অবিলম্বে তাদেরকে কাজে পুর্নবহাল করতে হবে। শুধু তাই নয়, অনেক অস্থায়ী কর্মী পূজোর মরশুমেও বেতন পাননি বলে অভিযোগ। অপরদিকে এই বিষয়ে এগ্রি মেকানিক্যাল দপ্তরের বালুরঘাট ডিভিশনের কার্যনির্বাহী ইঞ্জিনিয়ার পার্থ দে জানিয়েছেন বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে তারা আলোচনা করেছেন। তিনি বলেন আশা করি সমস্যা মিটে যাবে। তিনি এও জানান ফান্ড পাওয়ার ক্ষেত্রে অসুবিধা ছিল। অপরদিকে কর্মী ছাটাইয়ের ঘটনার তীব্র প্রতিবাদ করেছে বিজেপি। দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির সভাপতি স্বরুপ চৌধুরী বলেন একে পূজোর মরশুম কাটেনি তার মধ্যে এরকমভাবে ছাটাই আমরা এর তীব্র বিরোধিতা করি, আমরা প্রতিবাদ জানাব। পাশাপাশি অবিলম্বে তাদেরকে পুনরায় কাজে পুর্নবহাল করানোর দাবীও তোলেন।
Total Post View : 19962