দক্ষিণ দিনাজপুর: বাংলার আলপনা ঐতিহ্যকে তুলে ধরে বালুরঘাটে শুরু হলো আলপনা প্রতিযোগীতা। শনিবার আতস শিল্প গোষ্ঠী-র উদ্যোগে বালুরঘাট শহরের ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব সংলগ্ন এলাকায় শুরু হয়েছে এই প্রতিযোগীতা। জানা গেছে ২২ জন প্রতিযোগী এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছে। জানা গেছে প্রতিযোগীতা ছাড়াও উদ্যোক্তাদের প্রদর্শনীতে স্থান পেতে চলেছে গ্রাম বাংলার বিভিন্ন জনের আকা আলপনা। আতস শিল্প গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে সারাবছর তারা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকেন। বালুরঘাট আর্ট ফেস ফ্লো-২৪ এবারে সপ্তম বর্ষে।.
Total Post View : 67008