এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

ব্যাট - বলে বালুরঘাটের ২২ গজে দাপট সায়নি-র, প্রথম ম্যাচেই দূরন্ত ছন্দে দক্ষিণ দিনাজপুর জেলার মহিলা ক্রিকেট দল

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর ক্রিকেট লীগে প্রথমবার জেলার মহিলা ক্রিকেট দলের অংশগ্রহণ, ব্যাটে - বলে দূরন্ত দক্ষিণ দিনাজপুর জেলার মেয়েরা, জয় দিয়ে ক্রিকেট লীগের যাত্রা শুরু। কিছুদিন আগে ভারতের মহিলা ক্রিকেট দল ক্রিকেট বিশ্বকাপে জয়ী হয়েছে। যে বিশ্বকাপ জয়ী দলের সদস্যা বাংলার মেয়ে রিচা ঘোষ-কে ঘিরে উৎসাহের পারদ বইছে রাজ্য জুড়ে। এরই মাঝে উত্তরবঙ্গের প্রান্তিক জেলা দক্ষিণ জেলার জেলা ক্রিকেট লীগে প্রথমবার ২২ গজের লড়াইয়ের ময়দানে নামল দক্ষিণ দিনাজপুর জেলার মহিলা ক্রিকেট দল। উল্লেখ দক্ষিণ দিনাজপুর জেলার মহিলা ক্রিকেট দলের ক্রিকেটার তনুজা - অঞ্জলীদের দাপটে অতীত সময়ে দক্ষিণ দিনাজপুর জেলার মহিলা ক্রিকেট দল সিএবি আয়োজিত ক্রিকেট টূর্ণামেন্ট জোর লড়াই দিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে জেলার মহিলা ক্রিকেটে ঝাকে ঝাকে ক্রিকেট শিক্ষার্থীর সংখ্যা না বাড়লেও ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের পর মহিলা ক্রিকেট উৎসাহ দেখা গেছে দক্ষিণ দিনাজপুর সহ সমগ্র উত্তরবঙ্গে। এরই মাঝে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা দক্ষিণ দিনাজপুর জেলার মহিলা ক্রিকেট দল-কে জেলা ক্রিকেট লীগে অংশগ্রহণ করার সূযোগ দেয়। যার পরে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত জেলা ক্রিকেট লীগের এ ডিভিশনের ম্যাচে রবিবার গ্রীন ভিউ লিটল চ্যাম্পস-এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে দক্ষিণ দিনাজপুর জেলার মহিলা ক্রিকেট দল। দক্ষিণ দিনাজপুর জেলার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক তনুজা সরকার-এর বক্তব্য তাদের ক্রিকেট দলের একাধিক খেলোয়াড় ইতিপূর্বে কলকাতাতেও খেলেছে কিন্তু জেলায় মহিলা ক্রিকেটাররা খুব অল্প ম্যাচ খেলার সূযোগ পায়। তার বক্তব্য জেলা ক্রিকেট লীগে মহিলা ক্রিকেট লীগে অংশগ্রহণের ফলে জেলার মহিলা ক্রিকেটাররা বেশী ম্যাচ খেলার সূযোগ পাবে, যার ফলে জেলার মহিলা ক্রিকেটের উন্নতি হবে। এদিন প্রথমে ব্যাট করে মহিলা ক্রিকেট দল ৩৯.২ ওভারে সব উইকেট খুইয়ে ১২৯ রান সংগ্রহ করেন। অধিনায়ক তনুজা সরকার ৩২ রান এবং সায়নি বসাক ৩২ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে গ্রীণ ভিউ লিটল চ্যাম্পস ৩০ ওভারে ৮৬ রানে অল আউট হয়ে যায়। অহনা ৩ উইকেট এবং সায়নি ২ উইকেট নেন। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সায়নি বসাক। 

 

Tag: Cricket, Breaking News

Total Post View : 17877


সর্বশেষ সংবাদ







সম্পর্কিত খবর