এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

রিচা-র দুরন্ত লড়াই সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত ভারত

...

Suryasikha News Admin


সূর্যশিখা নিউজ ডেস্ক: মহিলা ওডিআই বিশ্বকাপে বৃহস্পতিবার বিশাখাপত্তনমের এসিএ–ভিডিসিএ স্টেডিয়ামে এক রোমাঞ্চকর ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে তিন উইকেটে হারল ভারত। উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষের দুরন্ত ইনিংস সত্ত্বেও শেষ পর্যন্ত জয় অধরাই রইল হরমনপ্রীতদের। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের টপ অর্ডার ধসে পড়ে মাত্র ২৬ ওভারেই ১০২ রানে ছয় উইকেট হারায় দল। সেখান থেকে দলের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন রিচা ঘোষ। ৮ নম্বরে নেমে ৭৭ বলে ৯৪ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাট থেকে আসে ১১টি বাউন্ডারি ও চারটি ছক্কা। রিচার ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ভারত শেষ পর্যন্ত বোর্ডে ২৫১ রান তোলে। তবে সেই সংগ্রহও শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি। রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা এক ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। প্রোটিয়াদের হয়ে নাদিন ডি ক্লার্ক অপরাজিত ৮৪ রান করে দলকে জয় এনে দেন এবং ম্যাচের সেরা নির্বাচিত হন। অধিনায়ক লরা ওলভার্ডও গুরুত্বপূর্ণ ৭০ রানের ইনিংস খেলেন। ম্যাচ শেষে হতাশ হরমনপ্রীত কৌর বলেন, এটা একটা দীর্ঘ টুর্নামেন্ট। আজকের ম্যাচে দুই দলই ভালো খেলেছে, কিন্তু আমাদের টপ অর্ডার ভেঙে পড়েছিল। তারপরও আমরা আড়াইশো রান তুলতে পেরেছি, যা দলের সামর্থ্য বোঝায়। তবে ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে টপ অর্ডারকে আরও দায়িত্ব নিতে হবে। রিচার প্রশংসা করে ভারতীয় অধিনায়ক আরও বলেন, রিচা সবসময়ই আমাদের জন্য বিশেষ। ও যেকোনও ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আজকের ইনিংস অসাধারণ ছিল। আশা করি, সে এই ফর্ম ধরে রাখবে। ভারতের এই হার সত্ত্বেও রিচার লড়াকু ইনিংস দলকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে। তবে পরের ম্যাচে জয় পেতে হলে ব্যাটিংয়ের প্রথম সারিকে আরও দৃঢ় হতে হবে—এমনটাই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

Tag: Breaking news, Today news, Suryasikha news,Hit news

Total Post View : 13189


সর্বশেষ সংবাদ







সম্পর্কিত খবর