
সূর্যশিখা নিউজ ডেস্ক: দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে মুম্বইয়ে বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। বুধবার দু’দিনের ভারত সফরে এসে পৌঁছেছেন স্টার্মার। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। সূত্রের খবর, বৃহস্পতিবার মুম্বইয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। বাণিজ্য, প্রযুক্তি, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহ একাধিক বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির দিক নিয়েই আলোচনা হবে বলে জানা গেছে। বৈঠকের পর মুম্বইয়েই এক আলোচনাচক্রে অংশ নেবেন কিয়ের স্টার্মার। সেখানে শিল্পক্ষেত্রের বিশেষজ্ঞ ও উদ্যোগপতিদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেওয়ার কথা তাঁর। আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক এবং টেকসই বিনিয়োগের বিষয়ে মতবিনিময় হবে বলে আশা করা হচ্ছে। কূটনৈতিক মহলের মতে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই সফর ভারত - ব্রিটেন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
Total Post View : 21647