
সূর্যশিখা নিউজ ডেস্ক: জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার নাগরাকাটা এলাকা থেকেই ধৃত দু’জনকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে ধৃতদের নাম সাহানুর আলম ওরফে মান্নান এবং তোফায়েল হোসেন ওরফে মিলন। দু’জনেই নাগরাকাটার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ একই ঘটনায় পুলিশ বুধবার দু’জনকে গ্রেপ্তার করেছিল। ফলে এখন পর্যন্ত এই হামলা-কাণ্ডে মোট চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার বন্যা পরিস্থিতি পরিদর্শনে নাগরাকাটায় যান মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সেই সময় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন তারা। বিক্ষোভ চলাকালীন হামলার শিকার হন দুই বিজেপি নেতা। খগেন মুর্মু মাথায় গুরুতর আঘাত পান এবং শঙ্কর ঘোষের হাতে চোট লাগে। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে খগেন মুর্মুর শারীরিক অবস্থার খোঁজ নেন। বর্তমানে শঙ্কর ঘোষ হাসপাতাল থেকে ছাড়া পেলেও সাংসদ খগেন মুর্মু এখনও চিকিৎসাধীন। চাঞ্চল্যকর এই হামলা-কাণ্ডে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।
Total Post View : 14777