বর্ণালী রায়; দক্ষিণ দিনাজপুর: স্কুলের গেটে পড়ছে না তালা, অভিযোগ রাতের অন্ধকারে স্কুলেই বসছে নেশার ও মধুচক্রের আসর। অভিযোগ পেতেই গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি-র। চঞ্চল্যকর এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার সদর বালুরঘাট শহরের শান্তি কলোনী এলাকার শান্তি কলোনী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। জানা গেছে শান্তি কলোনী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ৫ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। সূত্র মারফৎ প্রাথমিকভাবে জানা গেছে ঐ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কাজিয়ার জেরে বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার পরেও বিদ্যালয়ের গেটে তালা না পড়ার কারনে সন্ধ্যা নামতেই বিদ্যালয়ে চত্বরে চলে যাচ্ছে সমাজবিরোধীদের দখলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাতের অন্ধকারে বিদ্যালয় চত্বরেই সমাজবিরোধীরা মদ্যপান করছে এবং বসছে মধুচক্রের আসরও। ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। অবিলম্বে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী তুলে সরব হয়েছেন। অপরদিকে অভিযোগ প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি সন্তোষ হাসদা জানিয়েছেন তিনি অভিযোগের বিষয়টি অবর বিদ্যালয় পরিদর্শকের মারফৎ জেনেছেন। তিনি জানান খুব শীঘ্রই ঐ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ডেকে পাঠানো হবে এবং উঠা অভিযোগ খতিয়ে দেখা হবে।
Total Post View : 24791