দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট শহরে ড্রেনজ সিস্টেমের কাজ শুরু৷ উল্লেখ কিছুদিন পূর্বে সাংবাদিক বৈঠক ডেকে বালুরঘাট পৌর কর্তৃপক্ষ জানায় বালুরঘাট শহরের ১২টি ওয়ার্ডে ড্রেনজ সিস্টেমের জন্য ১ কোটি ৭৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। যে টাকা দিয়ে ড্রেনজ সিস্টেমের কাজ শুরু হবে। বুধবার বালুরঘাট শহরের ২৫নং ওয়ার্ডের বাঘাযতীন কলোনীর নট্ট পাড়াতে ড্রেনজ সিস্টেমের কাজ শুরু হলো। উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র ও স্থানীয় কাউন্সিলার। জানা গেছে নট্ট পাড়া এলাকার এই ড্রেনজ সিস্টেমের জন্য খরচ হবে ১৪ লক্ষ ৯৯ হাজার টাকা। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন এলাকার মানুষের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল ড্রেনজ সিস্টেমের। তিনি বলেন এই কাজটা সম্পন্ন হলে এই এলাকার ড্রেনজ সিস্টেমের সমস্যা সমাধান হয়ে যাবে।
Total Post View : 25839