সূর্যশিখা নিউজ ডেস্ক: আবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! মোট ১১ রাজ্যের আবহাওয়ায় ফের বদল দেখা দেবে এর জেরে। ৫৫ কিমি বেগে স্থলভাগে আছড়ে পড়তে পারে এই সাইক্লোন। মোট ১১ রাজ্যে তুমুল ঝড়বৃষ্টি হবে। এর মধ্যে রয়েছে তামিলনাড়ু, পুদুচেরী, কেরল অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। ২৫ নভেম্বর থেকে শুরু হবে বৃষ্টিপাত। অন্যদিকে নেমে এসেছে শীত। বেশ অনেকটাই নিম্নমুখী পারদ। আরও ঠান্ডা পড়বে কয়েক দিনেই। আবহাওয়া দফতর অনুযায়ী, একাধিক রাজ্যে স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এক ঝটকায় আরও অনেকটা পারদ নেমে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সামনের সপ্তাহে ১৮-র ঘরে নেমে যেতে পারে পারদ, এমনই জানিয়েছে আবহাওয়া দফতর।
Total Post View : 12413