7th October 2025, 06:59 AM
সূর্যশিখা নিউজ ডেস্ক: ১৯ বছর পর ডুরান্ড ফাইনালে বড় ম্যাচ।মুখোমুখি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। কলকাতা ডার্বিকে ঘিরে উন্মাদনা শহরে। আর ফাইনালে বড় ম্যাচ শুরুর আগে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান করল ডুরান্ড কর্তৃপক্ষ। এদিন ফুল হাউস গ্যালারির সামনে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্যারাশুট নিয়ে নামেন ৬ বায়ুসেনা।জানা গেল, তাঁরা মেদিনীপুরের কলাইকুন্ডা থেকে প্যারাশুটে উঠেছেন। স্টেডিয়াম চত্বরের বাইরেও প্যারাশুটে বায়ুসেনাদের দেখে উল্লাস করতে দেখা গেল দুই দলের সমর্থকদেরই। একজনের হাতে ছিল ভারতের পতাকা, একজনের হাতে ছিল ডুরান্ডের পতাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মাঠে বিশেষ অনুষ্ঠান করেন কলকাতা পুলিশের দুর্গা বাহিনী। সেনা জওয়ানরা বাইক নিয়ে স্টান্ট পারফর্ম করেন। বিশেষ বাউল সঙ্গীত পরিবেশন করা হয় এদিন।
Total Post View : 175