
দক্ষিণ দিনাজপুর: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার হাত দিয়ে ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে শুভারম্ভ হলো সম্ভু বিশ্বাস মেমোরিয়াল চাম্পিয়ান ট্রফি এবং অমূল্যনাথ অধিকারী মেমোরিয়াল ট্রফি নক আউট ক্রিকেট টূর্ণামেন্টের। উল্লেখ বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বালুরঘাট টাউন ক্লাব চলতি বছরে ১২৫তম বর্ষে পদার্পণ করেছে। অতীত থেকে বর্তমান বালুরঘাট টাউন ক্লাব-এর সেই গৌরবোজ্বল অধ্যায়কে তুলে ধরতে চলতি বর্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। যার মধ্যে অন্যতম হলো দশ দলীয় নক আউট টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টের আয়োজন। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার ৩টি ক্রিকেট দলের পাশাপাশি পড়শি জেলাগুলির একাধিক ক্রিকেট দল এমনকি পড়শি রাজ্যের ক্রিকেট দলও এই টূর্ণামেন্ট অংশগ্রহণ করেছে। বালুরঘাট টাউন ক্লাব-এর সাধারণ সম্পাদক কৌশিক সরকার জানিয়েছেন আগামী ২৩শে নভেম্বর টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তিনি জানিয়েছেন টূর্ণামেন্টের চাম্পিয়ন দলকে ট্রফি সহ ১ লক্ষ ২৫ হাজার টাকা এবং রানার্স আপ দলকে ট্রফি সহ ১ লক্ষ টাকা পুরস্কৃত করা হবে। এদিনের টূর্ণামেন্টের শুভারম্ভ অনুষ্ঠানে উপস্থিত বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার বলেন বালুরঘাট টাউন ক্লাব বালুরঘাটের তথা দক্ষিণ দিনাজপুর জেলার শতাব্দী প্রাচীন ক্লাব। তিনি বলেন বালুরঘাট এবং দক্ষিণ দিনাজপুর জেলার খেলাধুলা নিয়ে যারা সবথেকে বেশী কাজ করে তাদের মধ্যে বালুরঘাট টাউন ক্লাব অন্যতম।
Total Post View : 29666