
দক্ষিণ দিনাজপুর: উত্তরবঙ্গবাসীদের বিপদে পাশে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকাবাসীদের পাশে দাঁড়াতে লড়ি ভর্তি চাল পাঠালেন বালুরঘাটের সাংসদ তথা উত্তরপূর্ব ভারত উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার। মঙ্গলবার দুপুরে ঐ চাল ভর্তি লড়ি বালুরঘাট থেকে উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকাগুলির উদ্দেশ্যে রওনা দেয়। জানা গেছে ঐ লড়িতে রয়েছে ১০০ কুইন্টাল চাল। পাশাপাশি এও জানা গেছে মঙ্গলবার রাত্রেই সুকান্ত মজুমদার নিজেও বন্যা কবলিত এলাকায় পৌছে যাবেন। মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য বদ্ধ পরিকর। আমরা চাইছি বন্যা বিধ্বস্ত মানুষদের পাশে সরকার দাঁড়াক, পাশাপাশি আমাদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। অপরদিকে নাগরাকাটায় ঘটনাকে পরিকল্পিত আখ্যা দিয়ে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন। নাগরাকাটার ঘটনা প্রসঙ্গে হুশিয়ারি দিয়ে তিনি বলেন কাউকেই ছাড়া হবে না, যারা এই কাজ করেছে তারা যেখানেই লুকিয়ে থাকুক তাদেরকে খুঁজে বের করে এনে আইনের সামনে দাঁড় করানো হবে।
Total Post View : 17935