15th January 2026, 08:32 AM
সূর্যশিখা নিউজ ডেস্ক: ৩১ অগাস্ট এবারের রাখি বন্ধন উত্সব পালিত হবে। কোনও রীতি, উত্সব শুভ মুহূর্তে পালন করাই শ্রেয়।যে কোনও রীতি বা আচারই শুভ মুহূর্ত মেনে পালন করলে তার ইতিবাচক প্রভাব পড়ে বলে বিশ্বাস করা হয়।তবে রাখি বন্ধন শুধু ভাই বোন নয়, সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক। কিন্তু রাতে রাখি পরা কি শুভ?শুভ মুহূর্তে রাখি পরানো লাভজনক। এ বছর রাখি পরার শুভ মুহূর্ত রাতে বলেই জানা যাচ্ছে।
Total Post View : 170